প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ
গত ১০.০৬.২০২৩ ইং তারিখ “দৈনিক আজকের খবর”সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “বাঘায় জমি দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন”শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আফতার আলী নামে এক ব্যাক্তি। সে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউপির খানপুর গ্রামের মৃত: কৈয়ব আলীর ছেলে। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে শাহজাহান আলীর লিখিত বক্তব্যে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর মৌজায় নিচে বসতঘর এবং উপরে টিনসেট বিশিষ্ট ২য় তলায় ৪টি দোকানঘর নির্মাণ করে দোকান ঘর দিয়ে ২০ বছরের অধিক সময় ধরে ভোগ দখলের যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। প্রকৃত সত্য হলো, শাহজাহান আলী কর্তৃক দায়েরকৃত জেলা রাজশাহীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,মামলা নং ১৪৬০পি/২০২২(বাঘা)তারিখ ২৭.১২.২০২২ এর তফসিলভুক্ত জমির সরেজমিন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাহান আলী, পিতা মৃত খলিল প্রাং উক্ত মামলার আরজির তফসিলভুক্ত জমি ভোগ দখল করেন না এবং অন্যত্র ঘরবাড়ি নির্মাণপূর্বক বসবাস করে। যাহা গত ০৮.০৫.২০২৩ ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সহকারী কমিশনার – ভূমি (অতিরিক্ত দায়িত্ব ),বাঘা,রাজশাহী তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেছেন।
এছাড়াও বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে বাড়ীঘর ভেঙ্গে ফেলে বেদখল করার যে হুমকির কথা বলা হয়েছে, তাও সত্য নয়।বরং আমার ক্রয়কৃত সম্পত্তির পূরোটা বুঝে পাবার জন্য জেলা রাজশাহীর বাঘা থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করি।যাহার নং ৯/২০২২ তারিখ ৩০.০১.২০২২ ইং এর প্রেক্ষিতে বিবাদী আজগর আলীর সাথে স্থানীয় গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান এর মাধ্যমে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।যার একটি শালিস গত ০৫.০৭.২০২২ ইং তারিখ অনুষ্ঠিত হয়।উক্ত তারিখে আজগর আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় শালিসে ০১(এক)মাসের সময় চেয়ে নেয়।কিন্তু অদ্যবধি সে শালিসে প্রয়োজনীয় কাগজ জমা দিতে পারে নাই।
শাজাহান কর্তৃক উক্ত সংবাদ সম্মলন উদ্দেশ্য প্রনোদিত, সত্য বিবর্জিত ও ভিত্বিহীন । আমি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply