আন্তর্জাতিক ডেস্ক: উড়িষ্যায় বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। আহত ৯০০ জনেরও বেশি। অন্য দিকে, ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছেন, শনিবার ভোর পর্যন্ত অন্তত ১২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তবে রেলের দাবি, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮। আহত ৬০০ জনেরও বেশি।
শুক্রবার বিকাল ৩.১৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের হাওড়া শালিমার স্টেশন থেকে ১২৮৪১ আপ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে এবং সেটি তামিলনাড়ুর চেন্নাই’এর দিকে যাচ্ছিল। এদিন সন্ধ্যে ৭ টা নাগাদ বাহানাগা স্টেশনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। অপর দিকে ডাউন লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেন। সেটি স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫৫ মিনিট নাগাদ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরই বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেনটির বগিগুলি পাশের লাইনে ছিটকে পড়ে। ততক্ষণে সেখানে এসে পড়ে করমন্ডল এক্সপ্রেস। বাহানাগায় দুর্ঘটনার মুখে পড়ে একটি মালবাহী ট্রেনও। যদিও মালবাহী ট্রেনটির যাত্রাপথ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
এই দুর্ঘটনায় পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে রেলমন্ত্রী ইতিমধ্যেই নিহত এবং গুরুতর ও অল্প আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা দিয়েছেন।
এদিকে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি লেখেন ‘উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা থাকলো। প্রার্থনা করছি আহত যাত্রীরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
একই সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি শোক প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার সকালে উড়িষ্যার বালাসোরে ফকির মোহন মেডিকেল কলেজে গিয়ে আহত ব্যক্তিদের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রতিনিধি দল, ডাক্তার, ট্রমা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আজ উড়িষ্যা যেতে পারেন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণে শনিবার রাজ্য জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ভারতে ট্রেন দুর্ঘটনায় এতগুলি মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক দফতর। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ শাহিদ, নয়াদিল্লিতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন অং প্রমুখ।
এদিন রাতে দুর্ঘটনার পরই প্রথমে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। পরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কার্যে নামে রেল কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), উড়িষ্যা পুলিশ, রাজ্য সরকারের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বগি কেটে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের বাইরে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সাধারণত করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি করে প্রচুর মানুষ ভেলোরে যান চিকিৎসা করাতে। সেক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু ভারতীয়রাই নয়, অনেক বাংলাদেশী নাগরিক আছেন। কলকাতা থেকে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যান। তার মধ্যে অন্যতম হলো এই ট্রেনটি। এর পাশাপাশি পড়াশোনার উদ্দেশ্যেও চেন্নাইতে যান অনেক শিক্ষার্থী।
বাংলাদেশী যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন কার্যালয়ের তরফ থেকেও এদিন রাতে এক বিবৃতিতে জারি করা হয়। সেখানে বলা হয়েছে ‘কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস গতকাল শুক্রবার (০২ জুন ২০২৩) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশীরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িষার রাজ্য সরকারের সাথে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply