স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার মাটিতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যায়। শঙ্কা জেগেছিল আজ (৪ মে) পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমে ৩০ ওভারে চলে আসে। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নারী দল ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। বড় লক্ষ্যে খেলতে নেমে ১২৮ রানে থেমে যান বাংলাদেশের নারীরা।
দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল লঙ্কানরা। ম্যাচে লঙ্কানদের জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার ৬০ বলে ৬৪ রান করেন। তিনে নামা হারশিথা সামারাবিক্রমা করেন ৪৮ বলে ৪৫ রান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে ভর করে স্বাগতিক দল লড়াকু পুঁজি পায়।
বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপঅর্ডার তিন ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেনি। মুর্শিদা খাতুন ১৬, শামীমা সুলতানা ৫, সোবহানা মুস্তারি ফেরেন মাত্র ১১ রানে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এরপর ফারজানাও ৪৬ বলে ২৪ করে বিদায় নেন। ৫১ বলে ৩৭ করে আউট জ্যোতিও। শেষ দিকে কোনো ব্যাটারই বলার মতো পারফর্ম করতে পারেননি। ফলে ৫৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন।
আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর আগামী ৯, ১১ ও ১২ মে দু’দল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুুখি হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply