নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচীপূর্বক মিছিল গনকপাড়ায় পথসভায় প্রধান অতিথি সাবেক সংবাদ সদস্য বিএনপির যুগ্মসচিব হারুনর রশিদ বক্তব্য চলা অবস্থায় পুলিশ হামলা চালিয়ে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ সাতজনকে আটক করে, পুলিশের লাঠিচার্জে বিএনপির প্রায় চল্লিশজন আহত করেছে বলে জেলা বিএনপি দাবি করে।
জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী করার লক্ষে নেতাকমীরা রাজশাহী সাগরপাড়া বটতলা মোড়ে সমবেত হলে সেখানে পুলিশ বাধা প্রদান ও ব্যানার কেড়ে নেন বলে জানান নেতৃবৃন্দ।
এরপর তারা সেখান থেকে বাটার মোড়ে মিছিল নিয়ে আসতে শুরু করলে গণকপাড়ার মোড়ে পুলিশ মিছিলে এলোপাতারী লাঠি চার্জ করে নেতাকর্মীদের আটক ও আহত করেন। আটককৃতরা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ,পবা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, চারঘাট ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, রাজশাহী জেলা যুবদলের সদস্য স্বপন, বাগমারা যুবদলের সদস্য মুনিব মহন, চারঘাটের এমদাদুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম।
আহতরা হলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য গালাম মোস্তফা মামুন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম কুসুম, পবা বিএনপির যুগ্মআহবায়ক আব্দুল হালিম, জেলা তাতীঁ দলের আহ্বায়ক কুতুবউদ্দিন বাদশা, বিএনপি নেতা জালালুদ্দিন, বাগামারা ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাসেল ( হাসপাতালে ভর্তি) ও গোদাগাড়ী যুবদল নেতা মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক শামীম সরকার,পলাশ সহ প্রায় চল্লিশজন।
জেলা বিএনপি সূত্রে জানা যায় অত্র অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রোকনুজ্জামান আলম, মোঃ গোলাম মোস্তফা মামুন, রায়হানুর আলম রায়হান, সিরাজুল ইসলাম, জাকিরুল ইসলাম বিকুল,আলী হোসেন, তোফায়েল হোসেন রাজু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল যুগ্মআহবায়ক ফয়সাল সরকার ডিক , মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগমসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply