নিজস্ব প্রতিবেদকঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাজশাহীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহানগরীর গভ: ল্যাবরেটরি হাই স্কুল প্রাঙ্গন থেকে বেল হয়ে মহানগরীর লক্ষ্মীপুর ও সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে গভ: ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় বিভাগীয় সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply