1. admin@doinikajkerkhabor.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন ‎ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা ‌দিয়েছে বিএনপি স্ত্রীর শাড়ি ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রিজভীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ৫ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান মানুষ এখন অনেক সচেতন, সামনে নির্বাচন এত সহজ হবে না: তারেক রহমান আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের সম্পত্তিতে থাকা দোকান উচ্ছেদ

ম্যান অব দ্য ম্যাচ’ রাহুলকে বিরোধী নেতা হওয়ার প্রস্তাব

দৈনিক আজকের খবর ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

অনলাইন ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করেছেন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনের ‘ম্যান অব দ্য ম্যাচ’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনিই (রাহুল) কেবল বিরোধীদলীয় নেতা হতে পারেন বলেও মন্তব্য করেন। শশী থারুর বলেন, নির্বাচনের জনরায় ছিল বিজেপির সীমাহীন ঔদ্ধত্য ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে।

দ্য হিন্দু জানায়, বৈঠকে বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, ১০ বছরে কংগ্রেস লোকসভা নির্বাচনে ১০০ আসনের ঘরও ছুঁতে পারেনি। এবার আমরা যত আসনে জিতেছি, তিনবারের ভোটে কংগ্রেসের মোট আসন তারও চেয়েও কম।’ মোদি যখন এমন কথা বলছিলেন, তখন সর্বশেষ নির্বাচনে কংগ্রেস ১০০ আসনে পৌঁছেছে। মহারাষ্ট্রে দলটির বিদ্রোহী প্রার্থী ভিশাল পাতিল আনুষ্ঠানিতভাবে আবার কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও তিনি টিকিট না পেয়ে ভোটে স্বতন্ত্র লড়েন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডলে তাঁর যোগদানের ছবি প্রকাশ করেছেন। এর মাধ্যমে কংগ্রেস এক দশকের মধ্যে প্রথমবারের মতো আসন সংখ্যায় তিন অঙ্ক ছুঁইলো। নির্বাচনের আগে ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) ভবিষ্যদ্বাণী করেছিলেন, কংগ্রেস ১০০ আসনও পাবে না। এ নিয়েও সামাজিক মাধ্যমে ট্রোল চলছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর প্রধান নির্বাচিত হয়েছেন। শুক্রবার এনডিএর বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা তাঁকে জোটপ্রধান হিসেবে স্বীকৃতি দেন। এতে তিনিই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে জোটপ্রধান হওয়ার পর তাঁর দীর্ঘ ভাষণে ছিল হতাশার প্রতিধ্বনি। জোটের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনে তাঁর জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকার তথ্য দেন।

শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এনডিএর বৈঠকে ১ ঘণ্টা ১২ মিনিট বক্তব্য দেন মোদি। নির্বাচনী প্রচারে তিনি কথায় কথায় যেভাবে ‘মোদি সরকার’, ‘মোদির গ্যারান্টি’র বাণী শোনাতেন, এই বৈঠকে তা শোনা গেল না। একবারও মুখে আনলেন না নিজের নাম। এর পরিবর্তে ৩৯ বার বলেছেন জোটের নাম ‘এনডিএ’। এক মাস আগেও তিনি লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন রাজ্যে গিয়ে ‘মোদির গ্যারান্টি’র বিজ্ঞাপন করেছিলেন। এক সমীক্ষায় দেখা গেছে, লোকসভা ভোটের প্রচার পর্বে মোদি নিজের নামোচ্চারণ করেছেন ৪২১ বার। প্রতিটি সভার পোস্টারে-প্ল্যাকার্ডে-ফেস্টুনে চোখে পড়ার মতো বড় হরফে লেখা থাকত মোদি সরকারের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

আর্কাইভ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park