বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় গোলাম হোসেন (৩৬) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাঘা-আড়ানি সড়কের আমোদপুর বাজার এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মুশিদপুর কাজী পাড়া গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। পেশায় সে সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, এ দিন নাটোরের মালঞ্চি হাট থেকে পৃথক দুটি অটোভ্যানে কাঁচা-মাল নিয়ে বাঘায় আসছিলেন গোলাম হোসেন। পথিমধ্যে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর বাজার এলাকায় গোলামের অটো-ভ্যানের একসেল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির গরু বহন কারী একটি ভুটভুটি গাড়ি গোলামের শরীরের উপর দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই গোলাম মারা যায়। এ দিন (বুধবার) বাদ আসর জানাযার নামাজ শেষে বাঘার কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। সে দুই সন্তানের জনক।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে নিকট হস্তান্তর করা হয়েছে। তবে গরু বহন কারী ভুটভুটি গাড়ি সহ চালক আবু শাহিন (৩০ কে আটক করা হয়েছে। আবু শাহিন নাটোর লালপুর থানার দক্ষিন লালপুর গ্রামের আকবর আলীর ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply