প্রতীকী ছবি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় প্রিয়া নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় গৃহবধুর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধুর নাম প্রিয়া বেগম(২০)। সে উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
গৃহবধুর স্বামী ইসলাম আলী জানান, বছর খানেক আগে
পাবনা সদর এলাকায় ইট ভাটায় কাজে গিয়ে বিয়ে হয় তাদের।
স্ত্রী প্রিয়া শনিবার তার বাবার বাড়ি পাবনায় যাওয়ার জন্য বলছিল। তিনি দুই একদিন পরে যাওয়ার কথা বলেছিলেন। এ নিয়ে শুক্রবার রাতে দুজনের মতবিরোধ হয়। তার দাবি, স্ত্রীর কথামতো পিতার বাড়িতে যেতে না দেওযার অভিমানেই হয়ত আত্মহত্যা করছে।
ইসলামের মা নজেরা বেগম (গৃহবধুর শ্বাশুড়ি) জানান,ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। পরে আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা খুলে প্রিয়াকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর ছেলে ইসলাম কে খবর দিলে সে বাড়িতে আসে। স্থানীয় মেম্বর আব্দুল আজিজ জানান,ঘটনাটি শোনার পর পুলিশকে জানাই। পরে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply