বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় রনি শেখ(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)!আজ শুক্রবার ( ১২ এপ্রিল) সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কলিগ্রাম এলাকার ইউনুস মোল্লার ছেলে। এ ঘটনায় রাজু ও আব্দুস সাত্তার নামে আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,
এদিন সন্ধ্যা সাতটার দিকে মোটর সাইকেল চালিয়ে নারায়ণপুরের দিকে আসছিলেন রনি শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদেক আলীর অটো ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি শেখ ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী রাজু আহমেদ (২০) ,অটোভ্যান গাড়ির যাত্রী আব্দুস সাত্তার (২১) এবং চক নারায়ণপুর এলাকার মিলন হোসেনের ছেলে দুরন্ত (১৭) । এদের মধ্যে রাজু ও আব্দুস ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক । তাদের দুজনকে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: রাকিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ পুলিশের সহায়তা চাইলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply