পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার হ্যাক করেছেন হ্যাকারেরা।
আজ শুক্রবার বেলা দুটার পর থেকে তার মোবাইল নাম্বার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন জনের কাছ থেকে মেসেজ দিয়ে টাকা চাওয়া হচ্ছে।
তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে উপজেলা চেয়ারম্যান এ তথ্য দেন। তিনি বলেন আমার নির্বাচনী প্রচারণা বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে আমার ভোটারদের ভুল বুঝানোর উদ্দেশ্যে এমনটাই করেছেন বলে তিনি অভিযোগ করেন।
উপজেলার জনগণের উদ্দেশ্যে তিনি সাবধানতা অবলম্বন করার জন্য বলেন আপনারা বিভ্রান্ত হবেন না কাউকে টাকা দেবেন না আমি এটা করি নাই আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি সব ঠিক হয়ে যাবে।
তার দুটি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার হ্যাক করেছেন তারা।
বেলা চারটার পর থেকে বিভিন্নভাবে হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলেও কয়েকজন হোয়াটস্যাপ মেসেঞ্জার ব্যবহারকারী তথ্য দিয়েছেন।
উপজেলায় তার ভোটারদের মধ্যে বিভ্রান্তি করার লক্ষ্যে এমনটাই করেছেন বলে সবাই এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর অভিযোগ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply