1. admin@doinikajkerkhabor.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন ‎ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা ‌দিয়েছে বিএনপি স্ত্রীর শাড়ি ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রিজভীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ৫ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান মানুষ এখন অনেক সচেতন, সামনে নির্বাচন এত সহজ হবে না: তারেক রহমান আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের সম্পত্তিতে থাকা দোকান উচ্ছেদ

বাঘায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

দৈনিক আজকের খবর ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জোরপূর্বক ঘর তুলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ নভেম্বর) বাঘা মডেল প্রেস ক্লাবে লিখিতভাবে এমন অভিযোগ করেন উপজেলার কলিগ্রামের সরকঘাট এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে বেনজির আহমেদ ওরফে বিপ্লব মিয়া। এ বিষয়ে থানা ও আদালতেও অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে এলাকাবাসীর বক্তব্যে জানা গেছে, ভুক্তভোগী বেনজির আহমেদ ওই এলাকার মৃত ওয়াছিম উদ্দিন মিঞার ছেলে লুৎফর রহমান ওরফে নিলু মিঞার নিকট থেকে গত ১৫/০৬/২০০৯ ইং তারিখে ১৮১১ নম্বর দলিল, ১৫/০৪/২০১০ ইং তারিখে ১৩৬৭ নম্বর দলিল ও ১৩/০২/২০১২ ইং তারিখে ৪৮৫ নম্বর দলিল মূলে মোট ২৯ শতাংশসহ সর্বসাকুল্যে .৪২ শতাংশ জমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে নামজারি পূর্বক খাজনা পরিশোধ করে ১২ বছরের উর্দ্ধকাল যাবৎ অন্য সকল অংশীদারদের জ্ঞাতসারে ভোগ দখল করে আসছেন। যার তফসীল, জেলা- রাজশাহী, থানা – বাঘা মৌজা-চকনারায়নপুর, জেল নং -১৪২, আরএস খতিয়ান নং-১৯৬, আরএস দাগ নং- ৩৪৬, শ্রেণী- আমবাগান, পরিমাণ ১.৭৫ একর কাতে .৪২ একর । বর্তমানে যার উপর একটি মাদ্রাসা চালু আছে। গত ১০ জুন একই এলাকার মৃত হারান উদ্দিন মন্ডলের ছেলে উত্তর মিলিক বাঘা গ্রামের গোলাম মোস্তফা তার লোক বল নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে প্রায় ১০ লক্ষ টাকার আম গাছ ও মেহগনি গাছ কর্তন করে সেখানে ঘর নির্মাণ করতে থাকে। খবর পেয়ে বেনজির আহমেদ গোলামকে জমির গাছ কাটতে এবং ঘর নির্মাণ করতে নিষেধ করলে তিনি তাকে ভয়ভীতি প্রদর্শন করে জমি থেকে সরে যেতে বলেন। এমনকি ভবিষ্যতে ওই জমির উপর গেলে পরিণাম ভয়াবহ হবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। ফলে বেনজির নিরুপায় হয়ে বাধা প্রদান থেকে বিরত থেকে থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্তু থানা থেকে এ বিষয়ে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় বেনজির আহমেদ গত ২৬ জুন আদালতে অভিযোগ দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজপত্রাদী পর্যবেক্ষণ করে এবং সহকারী কমিশনার ভূমি বাঘা রাজশাহী কর্তৃক প্রেরিত তদন্তের ওপর ভিত্তি করে গত ৩১ অক্টোবর (২০২৩) বেনজির আহমেদের জমিতে গোলাম হোসেন বা তার পক্ষের কোন লোকজনের প্রবেশ আদেশ ধারা বারিত করেন এবং থানাকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। কিন্তু সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পন্ন বেশি শক্তির বলে অন্যায় ভাবে উক্ত সম্পত্তিতে গোলাম মোস্তফা ঘর নির্মাণ করেছেন‌।
এলাকাবাসী আরও জানান, গোলাম মোস্তফা অর্থবিত্তশালী এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি যেখানে সেখানে জমি দখল করতে যান। গত মাসে চকছাতারি এলাকার বাঘা নিমতলা মসজিদ সংলগ্ন সরকারি রাস্তা জোর পূর্বক দখল করে লোহার গ্রিল দিয়ে বাউন্ডারি ওয়াল দেন। পরে পৌর মেয়র আক্কাছ আলী বিষয়টা অবগত হয়ে সরেজমিনে জমি মেপে তাকে উচ্ছেদ করেন। এখানেও তিনি জোরপূর্বক জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করছেন। গোলাম যার নিকট থেকে সম্পত্তি ক্রয় করছেন, তার সম্পত্তি আগেই বেনজির আহমেদের নিকট বিক্রয় করেছেন। গোলাম এটা যেনেও তার থেকে জমি ক্রয় করেছে এবং তার ৮ শতাংশ জমি বিগত ১২ বছরে তিন জায়গায় দখল করতে গেলেও কোথাও দখল করতে পারে নাই। সবশেষে গত জুন মাসের ১০ তারিখে বেনজিরের ভোগ দখলে থাকা সম্পত্তিতে জোরপূর্বক আমগাছ কর্তন করে ঘর নির্মাণ করছেন।
ওই সম্পত্তিতে ব্যবসা পরিচালনা করা রানটু আহমেদ জানান, আমি বেনজিরের থেকে জায়গা ভাড়া নিয়ে প্রায় ১০ বছর থেকে এখানে ঢোপঘর স্থাপন করে ব্যবসা পরিচালনা করে জীবন যাপন করছিলাম। এমতাবস্থায় গত জুন মাসের ১০ তারিখে গোলাম মোস্তফা আমার ঢোপঘর ফেলে দেয় এবং আমার দোকান সরিয়ে নিতে বলে। ফলে আমি বাধ্য হয়ে দোকান সরিয়ে নিয়েছি। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এখন আমি অনেক কষ্টে আছি।

এ ব্যাপারে অভিযুক্ত গোলাম বলেন এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। আমি আমার ক্রয়কৃত আট শতাংশ জমির ওপরে ঘর নির্মাণ করছি, কারও জমিতে যায় নাই।

বাঘা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) সবুজ রানা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park