বাঘ (রাজশাহী ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষে বাঘায় প্রচার মিছিল করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম । শুক্রবার (২৭জানুয়ারি) বিকেল ৪ টায় বাঘা ডাক বাংলোর সামনে থেকে মিছিলটি বের হয়ে বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা মাজারের ঐতিহাসিক তেতুলতলার সামনে এসে শেষ হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার তিন নম্বর পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি,সানোয়ার হোসেন সুরুজ ও মাইনুল ইসলাম মুক্তা।
মিছিলে উপস্থিত সাবেক ছাত্রলীগ ফোরামের নেতারা বলেন,রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনের দিন ঐতিহাসিক মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারন, মানুষ আধুনিক বাংলাদেশের রুপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য উদগ্রিব হয়ে আছে। এদিন প্রধানমন্ত্রী কিভাবে একটি ব্যার্থ রাষ্ট্রকে উন্নয়নের সোপানে নিয়ে গেছেন তার গল্প শোনাবেন। আমরা সেই গল্প শুনব ও জানব। সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজিত প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সর্বস্তরের নেতা কর্মিবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply