রাজশাহী প্রতিনিধিঃ
হিউম্যান রাইটস্ জার্নালিষ্ট ইউনিয়ন(এইচআরজেইউ) রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল রবিবার বিকাল ৫.৩০মিনিটে নগরীর একটি কমিউনিটি (অনুরাগ) সেন্টারের ভিআইপি সেমিনার হলে সম্মেলন, কমিটি ঘোষণা এবং “সাংবাদিকদের সুরক্ষা ও মানুষের অধিকার করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন উক্ত অনুষ্ঠানটি রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
এইচআরজেইউ রাজশাহী আহবায়ক আসাদুর রহমান টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব খোসরুল আরুন নোমানী সাগর’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন রাহাদ মাসুদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের সাবেক সভাপতি মিজানুর রহমান পাইলট।
মানুষের অধিকার ও “সাংবাদিকদের সুরক্ষা আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সন্মানিত সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো, প্রধন আলোচক রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালেহ মোঃ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরশাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম আজাদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে হিউম্যান রাইটস্ জার্নালিষ্ট ইউনিয়নের (এইচআরজেইউ) পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও তৃতীয় পর্বে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত কমিটিতে আসাদুর রহমান টিটু-কে সভাপতি, খোসরুল আরুন নোমানী(সাগর) -কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply