রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী নগরীর পদ্মা আবাসিক অভিজাত এলাকার সৌন্দর্য কেড়ে নিয়েছে লেকের বস্তি। পাশাপাশি মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই ডাকাতি ও অসামাজিক কর্মকাণ্ডের বাধাহীন সাম্রাজ্য হয়ে উঠেছে।
অন্যদিকে রাস্তা ও ফুটফাত দখল করে রাখা হয়েছে নোংরা ও ময়লাযুক্ত ভাঙ্গড়ি মালামাল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপর পুরোনো স্যান্ডেলের স্তুপ। আর এ স্তুপ তৈরি করে রেখেছেন বস্তির সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এছাড়া পথচারীদের ফুটফাত চলাচলের অনুপযোগী করে তুলেছে তারা। রাখা হয়েছে দুর্গন্ধযুক্ত বস্তা ও ময়লা আবর্জনা। এ সকল আবর্জনা থেকে দুর্গন্ধ সরিয়ে হচ্ছে বায়ু দূষণ । বাসা বাঁধছে মশা-মাছি । এ থেকে বাড়ছে ডেঙ্গুর মত মরনব্যাধির ঝুঁকি ।
এদিকে সন্ধ্যা হলেই ওই বস্তিতে বসে মাদকের রমরমা ব্যবসা। জুয়া ছাড়াও চলে অনৈতিক কর্মকান্ড। এ সকল কর্মকান্ড আবাসিক অভিজাত এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। বস্তিতে থাকা মাদকাসক্ত যুবকেরা প্রতিনিয়ত চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন।
পদ্মা আবাসিক এলাকার ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দিন-রাত চলছে মাদক বিক্রিসহ নানা অনৈতিক কর্মকান্ড। এছাড়া বস্তিবাসীরা ময়লা আবর্জনা ও পুরোনো প্লাষ্টিকের বোতল ফেলে লেকের পরিবেশ বিনষ্ট করছে। এতে লেকের সৌন্দর্য ও পরিবেশ ব্যাপক হুমকির মধ্যে রয়েছে। সংশ্লিষ্টদের অতি জরুরী ব্যাবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ডাক্তার কবির উদ্দিন বলেন, আবাসিক এলাকায় সৌন্দর্য হচ্ছে লেক। বিকেল হলেই দর্শনার্থীদের ভিড় বাড়ে। এছাড়া অনেকে লেকের চারি পাশে হাটাহাটিও করেন। বস্তির লোকজন ডাসবিন থেকে ময়লা আবর্জনাযুক্ত ভাঙ্গড়ি মালামাল কুড়িয়ে নিয়ে আসেন। সড়কের দুই পাশে এ মালামালগুলি রাখার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও দর্শনার্থীদের।
তিনি আরও বলেন, রেলের জায়গায় অবৈধ কর্মকান্ড বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারলে এক সময় আবাসিক এলাকাসহ নগরবাসির নিরাপত্তা পড়বে ব্যাপক হুমকির মুখে।
এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল গিয়ে বস্তিবাসীদের দ্রুত রাস্তা পরিস্কার করতে বলা হয়েছে। পরবর্তীতে রাস্তা ও ফুটফাতে কোনোকিছু না রাখার অনুরোধও করা হয়েছে। কথা না শুনলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদক ও জুয়ার বিষয়ে ওসি বলেন, আমি কিছুদিন হলো চন্দ্রিমা থানায় যোগদান করেছি। মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply