অনলাইন ডেস্কঃ
নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়করা। আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। একইসঙ্গে রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
তিনি বলেন, সারা দেশে ছাত্র- নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে "সর্বাত্মক অসহযোগ " আন্দোলনের ডাক দেওয়া হলো।
সারা দেশে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করেছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ শুক্রবার গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।
এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন।