বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
সিনিয়র সাংবাদিক ডাঃ আবদুল গফুর প্রামানিক বুধবার (১০ জুলাই ২০২৪ ইং) রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি বাঘা উপজেলার আড়ানী জোতরঘু গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। পেশায় হোমিও চিকিৎসক আব্দুল গফুরের জীবদ্দশায় প্রায় ৪০ বছর সাংবাদিকতা পেশায় থেকে রাজশাহীর দৈনিক বার্তাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে,৩মেয়ে সহ বহু গৃনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুলাই ২০২৪ ইং) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর জানাজার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। আব্দুল গফুরের মৃত্যুতে দৈনিক বার্তা সম্পাদক এস এম আব্দুল কাদের, বার্তা সম্পাদক ওমর ফারুক, মফস্বল সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন,
বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।