রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাঘা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, ভাইস চেয়ারম্যান আবদুল মুকাদ্দেস,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা খাতুন। শনিবার (১৫ জুন) রাত ১০ টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় তাদের অভিনন্দন জানান ও মিষ্টিমুখ করান রাসিক মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি রায়হানুল রায়হান,বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফি।।
উল্লেখ্য গত ৫ জুন চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন লায়েব উদ্দিন লাভলু।