আজকের খবর স্পোর্টস ডেস্ক:
নেদারল্যান্ডসের ২৫ রানে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে রইলো বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৫৯ রান করার পর ডাচদের ১৩৪ রানে থামিয়ে দিলো টাইগাররা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া জোড়া শিকার তাসকিন আহমেদের।
আবার শিকার রিশাদের
আগের ওভারে ৩ বলে ২ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ওভারের প্রথম বলেও পেলেন উইকেটের দেখা। এবার তার শিকার হয়ে ফিরলেন ভ্যান ভিক।
ডাচ অধিনায়ককে ফেরালেন মোস্তাফিজুর
অন্যপাশে দ্রুত উইকেট হারালেও একপ্রান্ত আগলে ছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এবার তাকে ফেরালেন মোস্তাফিজুর রহমান।
রিশাদের জোড়া শিকার
৩ বলের মধ্যে ২ উইকেট নিলেন রিশাদ হোসেন। এঙ্গেলব্রেটকে ফেরানোর এক বল পর বাস ডি লিডকেও ফিরিয়ে দিলেন তিনি।
রিশাদের প্রথম শিকার, ফিরলেন এঙ্গেলব্রেট
উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ডাচ ব্যাটার এঙ্গেলব্রেট। তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন রিশাদ হোসেন। ২২ বলে ৩৩ রান করেন তিনি।
১০ ওভারে নেদারল্যান্ডস ৭৪/৩
বাংলাদেশের দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে নেদারল্যান্ডস। শেষ ১০ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ৮৬ রান, হাতে আছে ৭ উইকেট।
ভয়ঙ্কর বিক্রমজিতকে ফেরালেন রিয়াদ
সাকিব আল হাসানকে দুই ছক্কা, রিশাদ হোসেন একটি! বেশ দ্রুত গতিতে রান তোলার বিক্রমজিত সিং ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। আক্রমণে এসেই তাকে ফেরালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৬ ওভারে নেদারল্যান্ডস ৩৭/২
১৬০ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ৬ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ম্যাক্স ও'দাউদকে ফেরালেন তানজিম সাকিব
শুরুতে অস্বস্তিতে থাকলেও আস্তে আস্তে খোলস ছেড়ে বের হচ্ছিলেন ম্যাক্স ও'দাউদ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফেরালেন পেসার তানজিম হাসান সাকিব। দাউদের মারা সোজা শট নিজেই তালুবন্দি করেন তিনি।
উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন আহমেদ
নিজের দ্বিতীয় ওভারে এসে নেদারল্যান্ডসের ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। তাকে উড়িয়ে মারতে গিয়ে তাউহীদ হৃদয়ের হাতে ধরা পড়লেন মাইকেল লেভিট।
সাকিবের ফিফটিতে বাংলাদেশের ১৫৯
নেদারল্যান্ডসকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টানা রান খরায় থাকা সাকিব আল হাসান পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম ফিফটি আর টি-টোয়েন্টিতে ১৩তম। শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ চারে অপরাজিত থাকেন ৬৪ রানে।
প্রায় দুই বছর পর সাকিবের ফিফটি
টানা রান খরায় ভোগা সাকিব আল হাসান অবশেষে রানে ফিরলেন। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৮ বলে ফিফটি পূর্ণ করলেন এই বাঁহাতি ব্যাটার।
এবার শুরুতেই ফিরলেন হৃদয়
টানা দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেন তাওহীদ হৃদয়। তবে আজ ফর্ম ধরে রাখতে পারলেন না। ডাচ স্পিনারকে উইকেট ছেড়ে কাট করতে গিয়ে বোল্ড হলেন তিনি।
ভালো শুরু করে ফিরলেন তামিম
শুরুতে অস্বস্তি থাকলেও পরে খোলস ছেড়ে বের হন ওপেনার তানজীদ হাসান তামিম। এক ওভারেই নেন ১৮ রান। তবে ইনিংস বড় করতে পারলেন না তিনি। ২৬ বলে ৩৫ রান করে ড্রেসিংরুমে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।
৬ ওভারে বাংলাদেশ ৫৪/২
শুরুতে ২ উইকেট হারালেও সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। ৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে টাইগাররা।
এবার ফিরলেন লিটন
আগের ওভারে ১৮ রান নিয়েছিলেন তানজীদ হাসান তামিম। পরের ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে আউট হলেন লিটন কুমার দাস।
শুরুতেই ফিরলেন শান্ত
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
দুই দল দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় ও হার দেখেছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ডাচরা হারিয়েছিল বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টিতে হেড টু হেডে ৩-১ এ এগিয়ে লাল সবুজ জার্সিধারীরা।