1. admin@doinikajkerkhabor.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন ‎ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা ‌দিয়েছে বিএনপি স্ত্রীর শাড়ি ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রিজভীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ৫ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান মানুষ এখন অনেক সচেতন, সামনে নির্বাচন এত সহজ হবে না: তারেক রহমান আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের সম্পত্তিতে থাকা দোকান উচ্ছেদ

দৈনিক আজকের খবর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

যাদের কোনো গুণ নেই তারাই সমালোচনা করে: শাকিব খান

বিনোদন ডেস্কঃ
গত দুই বছরে ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের কোনো সিনেমা। এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন শাকিবের। অনেকেই মনে করেন, ফ্লপ হওয়ার আশঙ্কায় ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে চান না​ তিনি। বরাবরের মতো এবার ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘তুফান’। নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্পে সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফি। এতে শাকিব খানের সঙ্গে আছেন নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

মুক্তি উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তুফান টিমের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তুফান নিয়ে কথা বলার পাশাপাশি ঈদ ছাড়া সিনেমা না আসা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন এই নায়ক।

শাকিব খান বলেন, কিছু মানুষ আছে যারা কথা বলেই যায়, বলেই যাবে। এখন তারা বলছে ঈদ ছাড়া কেন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিয়ে প্রমাণ করতে করতেই ২৫ বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আর প্রমাণের মধ্যে দেখি না। আমি মনে করি না আমাকে আর নতুন করে প্রমাণ করতে হবে। এখন আমি কাজ করতে চাই ভালোবাসার মানুষদের জন্য। যুক্তরাষ্ট্র থেকে যখন দেশে ফিরেছিলাম, সে সময় যারা লাইন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের জন্য কাজ করতে চাই। তাঁদের ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্য চেষ্টা করছি বেছে বেছে ভালো সিনেমায় অভিনয় করতে। যদি কোয়ালিটি সিনেমা না হয়, তাহলে আমরা লড়াই করব কীভাবে? ভালো সিনেমা না হলে আমাদের দেশের মাল্টিপ্লেক্সেই চলছে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। হলিউড ও বলিউডের সিনেমার পাশে আমার সিনেমাকে জায়গা দিতে হলে তো কোয়ালিটি লাগবে।

তিনি আরও বলেন, কারও কথায় কান না দিয়ে আমরা বাংলা সিনেমার স্বার্থে কাজ করতে চাই। যারা বিভিন্ন দোষ খুঁজে বের করে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, তারা গুণটাকে দেখে না। আড়াল করে রাখতে চায়। সত্যি বলতে, তাদের নিজেদের কোনো গুণ নেই। তাই তাদের কথা না শুনে ভালো বাংলা সিনেমার পাশে থাকুন। সেটা আমার হোক কিংবা অন্য কারও হোক।

আগামীতে ঈদ ছাড়াও মুক্তি পাবে শাকিব খানের সিনেমা, এমন তথ্য জানিয়ে শাকিব খান বলেন, সামনে ঈদ ছাড়াও (আমার) সিনেমা মুক্তি পাবে। দরদ ঈদ ছাড়া মুক্তি পাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। যেগুলো ঈদ ছাড়া মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

আর্কাইভ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park