অনলাইন ডেস্কঃ
চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত সোমবার দু’জন মারা যান। মঙ্গলবার হজ পোর্টালে প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ বাংলাদেশি।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে ১৪ পুরুষ ও এক নারী বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ১১ জনের এবং মদিনায় চারজনের মৃত্যু হয়। হজযাত্রীদের মধ্যে রয়েছেন– রাজধানীর কদমতলীর মো. শাজাহান (৪৮), রামপুরা বনশ্রীর শেখ আরিফুল ইসলাম (৫৭), কুমিল্লা কোতোয়ালির আলী ইমাম ভূঁইয়া (৬৫), কক্সবাজারের মহেশখালীর জামাল উদ্দিন (৬৯), রামুর নুরুল আলম (৬১), চকোরিয়ার মাকসুদ আহমেদ (৬১), ফরিদপুর নগরকান্দার মমতাজ বেগম (৬৩), গাইবান্ধা সাঘাটার মো. সোলাইমান (৭৩), রংপুর পীরগঞ্জের শাহাজুদ আলী (৫৫) ও তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪)।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ করতে যাবেন। তাদের মধ্যে ৭৯ হাজার ৫৫৯ হজযাত্রী এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৬৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদিতে আগামী ১৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আজ বুধবার পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply