বাঘা ( রাজশাহী) প্রতিনিধি: আগামী ৫ই জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সাংবাদিকদের
পেশাদারিত্ব দায়িত্ব পালনে কি করনীয় কি করনীয় নয় এ সম্পর্কে অবহিতকরনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তরিকুল ইসলাম বাঘায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন। বৃহস্পতিবার ( ৩০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি – সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম উপস্থিত গনমাধ্যম কর্মিদের উদ্যেশ্য বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব স্বাধীন ভাবে পালন করবেন। কোন প্রিজাইডিং অফিসার যদি আপনাদের পেশাগত দায়িত্ব পালনে বিধিমালা অনুযায়ী সহযোগিতা না করেন তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অথবা নির্বাচনকালীন সময়ে গঠিত কন্ট্রোলরুমের হট নাম্বারে জানাবেন। একটি নির্বাচন সুষ্ঠ সুন্দর করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও ভূমিকা কোন অংশে কম নয়।
সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বর্তমান উন্নত বিশ্বে গনমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদকর্মীরা সমাজের অসংগতি দূরীকরণে অগ্রনী ভূমিকা পালন করে। আমি আপনাদের মাধ্যমে বাঘাবাসীকে জানাতে চাই, আসন্ন নির্বাচনে ভোটারদের ভোট প্রয়োগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে যা যা করণীয় আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরেও যদি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা কিংবা কোন প্রার্থীর বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রত্যেককে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহনে সাংবাদিকদের কি করনীয় আর কি করণীয় নয় এ সম্পর্কিত ডকুমেন্টারি বিলি করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামশুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) সোহেব খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply