আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের আম আদমি পার্টির নেতা ও
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার (১০ মে) ভারতের সর্বোচ্চ আদালত আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে দেশটির সাত দফায় শেষ হতে যাওয়া লোকসভা নির্বাচনের পর আগামী ২ জুন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় ভারতের সুপ্রিম কোর্ট উল্লেখ করেন যে, দেশটির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এএপি প্রধানকে আটক করতে দেরি করেছিল। বিচারপতি সঞ্জিব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে এ বিষয়ে অভিযোগ নিবন্ধিত হয় ২০২২ সালের আগস্ট মাসে কিন্তু কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় এ বছরের মার্চ মাসে।
লোকসভা নির্বাচনে প্রচারকাজ চালানোর জন্য অরবিন্দ কেজরিওয়াল তাকে জেল থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন।
আম আদমি পার্টির শীর্ষ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মদ নীতি কেলেঙ্কারীর সঙ্গে সম্পর্কিত একটি অর্থ পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগের আওতাধীন ভারতের তিহার কারাগারে বর্তমানে বন্দি অবস্থায় আছেন তিনি।