নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর, নিরপেক্ষ, একেবারেই প্রভাবমুক্ত সব কিছুর বাইরে অতি সুন্দর নির্বাচন হবে, যাতে ভোটার আসবে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবে।
আজ শনিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিরময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এসময় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্য দেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply