রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় রড বোঝাই নসিমনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেফালী (২০) নামে তরুনী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই মুক্তিযোদ্ধা।
আজ শুক্রবার( ৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর বাজারের জনতা ব্যাংক সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তরুণীর গ্রামের বাড়ি উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামের মো. মোস্তফা মিয়ার স্ত্রী। ৫ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম হয়। বাচ্চা অসুস্থতার কারনে চিকিৎসার জন্য যাওয়ার পথে রড বুঝাই নসিমনের সাথে ধাক্কা লেগে পেটে বুকে রোড ডুকে মারা যান। এছাড়াও গুরুতর আহত দুইজন বীর মুক্তিযোদ্ধার হলেন নজরুল ইসলাম ও আবুল হাসেম। তারা তিনজনই দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা বাজার ও রায়পুরা রেইলগেইট অভিমুখী রড বুঝাই নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত ও দুজন মুক্তিযোদ্ধা আহত হয়। এতে নসিমনের রড শেফালীর বুকে-পেটে-হাতে ডুকেছিল, নিহত মহিলা হাসপাতালে নেওয়ার পর ১০ মিনিট পরে মারা যান বলে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এতে নজরুল ইসলামের ডান হাতে এবং আবুল হাসেমের দুই হাতে রড ঢুকে যায়। তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহত তরুণীর বুকের ডান দিকে ও পেটের বাম দিকে লোহার রড ঢুকে গিয়েছিল। এছাড়াও তাঁর শরীরের আরও কয়েক জায়গায় ক্ষত দেখা গেছে। হাসপাতালে আনার ১০-১২ মিনিট পর মারা যায়।রায়পুরা থানা-পুলিশের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক আরিফ রব্বানী জানান, নিহত শেফালী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাঁচদিন বয়সী সন্তানকে ডাক্তার দেখিয়ে নরসিংদী থেকে ওই সিএনজিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। রডবোঝাই ওই নসিমন জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply