নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় ৭১ বছর পর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু ১২ পি/পন্স ব্রুকস । আজ বহুল কাঙ্খিত এ ধূমকেতু দেখতে রাজশাহীর পদ্মা পাড়ে ভীড় করছে অনেক দর্শনাথীরা। এ ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনাথীরা।
ধূমকেতুটির কেতাবি নাম ১২ পি/পন্স ব্রুকস। তবে অনেক জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটির নাম দিয়েছেন ‘শিংওয়ালা ধূমকেতু’ কিংবা ‘ডেভিল কমেট’। এমন নামকরণের কারণ এটি সূর্যের কাছাকাছি এলে উত্তাপে একটি লেজ তৈরি করে, তখন ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়। প্রায় ৭১ বছর পর শিংওয়ালা ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে আজ অবস্থান করছিলো। সূর্যাস্তের সময় থেকে ঘণ্টা খানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করছিলো।
বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। যা দর্শনাথীদের জন্য উন্মুক্ত ছিলো।
দর্শনাথীরা বলছেন, তবে আকাশ মেঘমুক্ত থাকায় ধূমকেতটি পর্যবেক্ষণ করতে পারেনি। পরে চাঁদ দেখেছি আমরা। তবে বিজ্ঞান ভিত্তিক এ ধরনের আয়োজন করায় খুবই খুশি ।
রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সভাপতি আহসান কবীর লিটন বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠনের ক্ষেত্রে এবং তরুন প্রজন্মকে জানানোর জন্য রাজশাহীর অ্যাস্ট্রোনমি সেন্টার কাজ করছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুসকুরুল আমিন বলেন, ধুমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করায় রাজশাহীতে দর্শনাথীদের দেখার ব্যবস্থা করেছি।
আয়োজকরা এ ধরনের বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান পরবর্তীতে বড় পরিসরে রাজশাহীতে করার আশা প্রকাশ করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply