নিজস্ব প্রতিবেদক-রাজশাহী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘায় চলছে ঐতিহাসিক ঈদ মেলা। এ মেলায় প্রকাশ্যে জুয়া খেলা ও পরিচালনার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। ১৪ এপ্রিল ( রোববার ) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বাঘা থানা পুলিশের সমন্বয়ে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, (১) বেলাল হোসেন (২) রুবেল হোসেন (৩) হাসান আলী (৪) মহসিন আলী (৫) রায়হান আলী(৬) খালেদ মাসুদ পাইলট (৭) আব্দুর রশিদ (৮) মোশারফ হোসেন (৯) মাহবুবুর রহমান হিমেল (১০) আলমগীর হোসেন। এছাড়াও মেলায় জুয়া পরিচালনার অভিযোগে ৭ জনকে পলাতক আসামি করা হয়েছে । তারা হলেন, (১১) নম্বর আসামি তানভীর আহমেদ তূর্য (১২) শিহাব আলী (১৩) মওদুদ আহমেদ সবুজ (১৪) রাসেল (১৫) রিমন আলী (১৬) জামাল হোসেন ও (১৭) সুরুজ জামান।
জেলা ডিবি পুলিশের মুখপাত্র জানান, বাঘার ঐতিহাসিক ঈদ মেলায় প্রকাশ্যে জুয়া চলছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে মেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলা ও পরিচালনা করার অপরাধে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত জন পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের বাঘা থানায় সোপর্দ করে পলাতকরাসহ সবার বিরুদ্ধে মামলা রুজু পুর্বক আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃতজ্ঞদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ ধারা অনুযায়ী মামলা রুজু করে আজ (সোমবার) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঘা থানার মামলা নাম্বার, ২১, তারিখ ১৫/৪/২০২৪ ইং। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে মেলার ঐতিহ্য ও পবিত্রতা রক্ষায় অশ্লীল নৃত্য, জুয়া পরিচালনা এমন সকল অপকর্ম কঠোর হস্তে দমনসহ জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান একাধিক সুশীল ব্যক্তি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply