আন্তর্জাতিক ডেস্কঃ
বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।
পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে।
মমতার ভাই কার্তিকের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘তিনি পড়ে গিয়েছিলেন কারণ তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল।’
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রক্তাক্ত অবস্থায় মুখ্যমন্ত্রীকে হাসপাতেলে আনা হয়। তাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে, এ কারণে তিনি হুমড়ি খেয়ে পড়ে রক্তাক্ত হয়েছেন। তার কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাই গল গল করে রক্ত পড়ছিল। কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। তার সেরিব্রাল কনকাশন ছিল (মাথায় আঘাতের ফলে ব্যথা)।
মণিময় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। শুক্রবারও হাসপাতালে আনা হবে। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply