দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফের একজন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে পদায়ন করা হয়েছে। অপরদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার অপরাহ্নে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন স্বীকৃতি প্রামানিক। এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত ছিলেন। তার আগে তানোর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্বীকৃতি প্রামাণিককে দুর্গাপুরের ইউএনও হিসেবে পদায়ন করে আদেশ দেয়া হয়।
বিসিএস ৩৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নাটোর জেলার লালপুর উপজেলার সনাতন ধর্মালম্বী সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
১৩ মার্চ অপরাহ্নে নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিককে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী ইউএনও আব্দুল করিম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে ১০ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে অফিসার্স ক্লাব ও সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিককে ফুলেল শুভেচছা জানানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply