বাঘা (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় রূকাইয়া ইয়াসমিন ইরা (২৩)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার বাউসা ইউপির নওদাপাড়া গ্রামের সেনা সদস্য নাসিম আহমেদ পাভেলের স্ত্রী ও নাটোরের লালপুর উপজেলার শোভ গ্রামের ইয়াছিন আলীর মেয়ে। ১১ই মার্চ (সোমবার) দিবাগত রাত নয়টার দিকে স্বয়ন কক্ষে সে আত্মহত্যা করে ।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, সেনা সদস্য নাসিম আহমেদ পাভেল গত দুদিন আগে ছুটিতে বাড়িতে আসে। এদিন সে তারাবির নামাজ পড়ে বাসায় ফিরে স্ত্রীকে ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেঝেতে শোয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরিবারের দাবি আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পরিবারের বক্তব্য নিতে বাসায় গিয়ে কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ (মঙ্গলবার) রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধুর শশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে গৃহবধুর পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন।উল্লেখ্য যে, ওই গৃহবধুর স্বামী নাসিম আহমেদ পাভেল বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত আছে বলে জানা যায়। ওই দম্পতির নয় মাসের একটি কন্যা সন্তান আছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply