স্পোর্টস ডেস্কঃ
ব্যাট হাতে পাঁচশর কাছাকাছি রান। সেইসঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে শিরোপা জয়। ব্যক্তিগত ও দলীয় সাফল্যের সম্মিলনে বিপিএলের দশম আসরের সেরা খেলোয়াড় হলেন তামিম ইকবাল।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নতুন চ্যাম্পিয়নের দেখা পেয়েছে বিপিএল। ফাইনালে ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল। তাদের বিজয় কেতন ওড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অভিজ্ঞ ব্যাটার তামিম। ৪৫৩ রান নিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নামা তামিমের রান আসর শেষে ৪৯২। ১৫ ম্যাচে তার গড় ৩৫.১৪ ও স্ট্রাইক রেট ১২৭.১৩। সেঞ্চুরি না পেলেও তিনটি ফিফটি করেন বাঁহাতি ব্যাটার।
ধারাবাহিক পারফরম্যান্সে সদ্যসমাপ্ত এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি তামিমের হাতে প্রথমবারের মতো উঠল বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে দলকে রান তাড়ার ভিত গড়ে দিতে তিনি খেলেন ২৬ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস। তার ব্যাট থেকে আসে সমান তিনটি করে চার ও ছক্কা।
সবচেয়ে বেশি রান করার সুবাদে আর্থিক পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা পেয়েছেন তামিম। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে আরও ১০ লাখ টাকা মিলেছে তার। তামিমের সতীর্থ কাইল মেয়ার্স ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ৫ লাখ টাকা পেয়েছেন।
২২ উইকেট নেওয়া দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ৫ লাখ টাকা পেয়েছেন। প্রথম পর্বে বাদ পড়ে যাওয়া এই দলের নাঈম শেখ ৩ লাখ টাকা পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার হিসেবে।