বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
বাঘায় মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে । রোববার (২৫ ফেব্রুয়ারী ) যোহরের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হয়। পরে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী দুঃস্থ অসহায়দের চাল ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
রাজশাহী ৬ আসনের সাংসদ শাহারিয়ার আলম ও মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামসহ স্থানীয় মুসল্লিগন এই মসজিদে নামাজ আদায় করেন। ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। পরে নির্বাহি অফিসারের সভাপতিত্বে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী দুঃস্থ ও অসহায়দের চাল দুজন কে ট্রাই সাইকেল বিতরণ এবং বাঘা শাহী মসজিদের নির্মানাধীন অজুখানার উদ্বোধন করেন এমপি ।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম.উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান,আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ। উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আশ্রয়ন ও গুচ্ছগ্রাম এর ৪০০ জনকে ১০ কেজি করে চা’ল ও ২জন প্রতিবন্ধী- ব্রাম্মনডাঙ্গা গ্রামের আব্দুল মালেক এবং মর্শিদপুর গ্রামের ফুলঝুরি বেগমকে ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে।