বাঘা (রাজশাহী )প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ৫০২ বোতল ফেন্সিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের সময়ে হামিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আলাইপুর (মহাজনপাড়া) এক মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার উপর থেকে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হামিদুল ইসলাম (২২) বাঘা উপজেলার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের মৃত জার্মান আলীর ছেলে। অপর দিকে নাহিদ হোসেন (৩০) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাহিদ হোসেন কাশিয়াডাঙ্গা থানার হরিপুর (উচাপুকুর) গ্রামের সাইদুল রহমানের ছেলে। এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের এক অফিসার বাদি হয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) মাদক আইনে মামলা দিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply