স্টাফ রিপোর্টার:
রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)’র দ্বি-বার্ষিকী নির্বাচনে মেহেদি হাসান শ্যামল সভাপতি ও গোলাম রাব্বানী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। এ
নির্বাচনে অংশগ্রহণ করেন, সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, নির্বাহী সদস্য পদে ৩ জন।
নির্বাচনে বিজয়ী হয়েছেন ২৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন মেহেদী হাসান শ্যামল। এছাড়া ২৭ ভোট পেয়ে সহ-সভাপতি বিজয়ী হয়েছেন আমির ফয়সাল, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গোলাম রাব্বানী, ২০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রায়হানুল ইসলাম এবং ৩৩ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়েছেন শাহীন আলম।
আজ নগরীর বরেন্দ কলেজে অনুষ্ঠিত এ
নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলেন,সভাপতি পদে একুশে টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব এবং মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল।
সহ-সভাপতি পদে আর টিভির স্টাফ রিপোর্টার আমির ফয়সাল ও সময় টিভির ভিডিওগ্রাফার হাবিবুর রহমান পাপ্পু।
সাধারণ সম্পাদক পদে মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মোঃ মুস্তাফিজুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিটিভির ক্যামেরাম্যান শাহরিয়ার শেখ সুমন,
চ্যানেল ২৪ এর স্টাফ করেসপনডেন্ট আবরার শাঈর এবং এখন টিভির ভিডিওজার্নালিস্ট মোঃ রায়হানুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে মাছরাঙ্গা টিভির ভিডিওগ্রাফার মাহফুজুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত রয়েছেন।
নির্বাহী সদস্য পদে দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমান সোহান ও সময় টিভির রিপোর্টার শাহীন আলম রয়েছেন।
নির্বাচিত এ নয়া নেতৃবৃন্দকে দৈনিক উপচার পরিবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply