নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি রাজশাহী জেলা শাখার আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে শুরু করে সাগরপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি রাজশাহী জেলার সদস সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক সভাপতি ও বতর্মান সদস্য এড. তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র সামসুর রহমান মিন্টু ও দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু , জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান বাদশা, পবা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, নওহাটা পৌর সদস্য সচিব নাজমুল হক, তাহেরপুর পৌর সদস্য সচিব আব্দুল আলিম বাবু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, হবিবুর রহমান হাবিব, জেলা মহিলা দল সভাপতি এড. সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সি. সহ-সভাপতি ফরিদা পারভীন, যুগ্মসম্পাদক শাপলা বেগম, জেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আম্মান আলী, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের জেলা সদস্য সচিব মনিরুজ্জামান দুলালসহ জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, এই ডামি সরকারের আমলে নিত্যপন্যের মূল্য আরো বেশী বৃদ্ধি পেয়েছে। এই সরকার অতিতের ন্যায় জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এরপরেও এই সরকারের কোন তোয়াক্কা নেই। তারা আবারও ডামি নির্বাচন করে ডামি সংসদ বসিয়ে মিথ্যাচার করছে। সেইসাথে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবেনা। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের বিদায়ঘন্টা বাজিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি। এরপর তারা সবাই মিলে লিফলেট বিতরণ করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply