লালপুর (নাটোর ) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের রাস্তার পাশের সরিষা ক্ষেত থেকে লাভলু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাভলু পাশ্ববর্তী বাঘা উপজেলার দিঘা গ্রামের হজরত আলীর ছেলে।
বুধবার সকালে রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আড়বাব গ্রামের বজলুর রহমানের বাড়ির কাছে রাস্তায় পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পরে তার পরিচয় জানতে পারে পুলিশ। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোন এক সময় লাভলুকে হত্যা করে ওই স্থানে ফেলে যাওয়া হয়। নিহতের নাকের নিচে ও কপালে ক্ষত চিহ্ন দেখা গেছে।
লালপুর থানার ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।