ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ডলি বেগম (৩৮) নামে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নিহত নারীর স্বামী।
গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়ার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত অপর দুই শিশু হলো- কমলপুর গ্রামের মান্নান সরদার ও ডলি বেগম দম্পত্তির সন্তান ৬ বছর বয়সি ফাতেমা ও ৭ মাস বয়সি ওমর।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ডলি বেগম। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ডলির স্বামী মান্নান সরদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলে হয়তো বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply