তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে নিখোঁজের পরদিন ফসলি মাঠ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার পৌর এলাকার মাসিন্দা কালিগঞ্জ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সুদেব (২৬) নামে নিহত তরুণ মাসিন্দা কালিগঞ্জ গ্রামের বসুদেবের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে স্থানীয় মোড়ের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। তবে সন্ধান পাওয়া যায়নি।
সারারাত খোঁজার পরে সকালে এলাকার ফসলি মাঠের পুকুর সংলগ্ন জমিতে এলাকাবাসী সুদেবের মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
নিহত তরুণের বাবা বসুদেব বলেন, তার ছেলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় তার লাশ পাওয়া যায়।ছেলে মাঝেমধ্যে মাদকদ্রব্য সেবন করতো বলে তিনি জানান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply