বাঘা ( রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পূর্ব শত্রুতার জেরে ফাহিম মুনতাসির (১৯) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটে। সে বাউসা হাটপাড়া গ্রামের ইউসুপ আলির ছেলে।
বাউসা ইউপি চেয়ারম্যান (সাবেক) ও হামলার শিকার যুবকের মামা শফিকুল ইসলাম শফিক জানান, ভাগনা ফাহিম এ দিন ১২টার দিকে বাউসা বোর্ড বাজারে বসে ছিলেন। এমন সময় স্থানীয় জাহিদের গুন্ডা বাহিনী কাজল, বাঁধন, রুবেলসহ ৭/৮ জন লোহার রড, চাইনিজ কুড়াল, হাতুড়িসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ফাহিম কে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার শিকার ফাহিম বলেন, কিছু দিন আগে অভিযুক্তরা আমার মাকে নিয়ে ফেসবুকে অশ্লীল বাক্য পোস্ট করেন। এ বিষয়ে প্রতিবাদ করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হুমায়রা ইয়াসমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এক্সরে করতে দেয়া হয়েছে। এক্সরে রিপোর্ট প্রাপ্তির পর জানা যাবে, কোন স্থান ভেঙ্গেছে কি না।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে একজন অফিসার কে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply