বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃসদ্য ভূমিষ্ঠ প্রতিটি শিশুকে গাছ উপহার, শিশুর তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবার ব্যবস্থা এবং সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের নিউট্রিশন নিশ্চিত ও পারিবারিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর বাঘায় ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) প্রকল্পের উদ্বোধন এবং ত্যাগী ভলান্টিয়ার ডে পালন উপলক্ষে উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। প্রকল্পের উদ্বোধন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী।
সভাপতির বক্তব্যকালে,গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর সভাপতি ও প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম বলেন, প্রকল্পের কার্যক্রমকে প্রসারিত করতে ইউনিয়ন ভিত্তিক ভলান্টিয়ার ইউনিট এবং মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও রোভারদের মাধ্যমে গঠন করা হয়েছে ত্যাগী ভলান্টিয়ার ইউনিট। যাদের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ শিশুদের তথ্য সংগ্রহ ও গাছ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বর্তমানে দেশের কয়েকটি জেলায় ২৬টি ইউনিটে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপি কার্যক্রম পরিচালনার জন্যও কর্মপরিকল্পনা গ্রহন করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, কালিদাস খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক,সহকারি শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন,ওষ শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ
। গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর সাধারন সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্বাবধানে দিনব্যাপি কর্মসুচির মধ্যে ছিল- প্রকল্পের উদ্বোধন, র্যালি,ডেন্টাল ক্যাম্প,কুইজ,প্রতিযোগিতা,
খেলাধূলা,র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply