স্পোর্টস ডেস্কঃ
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে রীতিমত ব্যর্থতার পরিচয় দেন কিউই ওপেনার ফিন অ্যালেন। সেই ব্যর্থতা ভুলে বছরের শুরুটা রাঙালেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এখন সর্বোচ্চ ছক্কার মালিক ডানহাতি এই ব্যাটার।
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল আফগান তারকা হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এই ওপেনার ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন। মেরেছিলেন ১৬টি ছক্কা। আজ বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাজাইয়ের সেই রেকর্ড স্পর্শ করেন অ্যালেন। ৬২ বলে ১৬টি ছয় ও ৫টি চারের মারে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
৪৮ বলে শতক পূর্ণ করেছেন অ্যালেন, যা নিউজিল্যান্ডের পক্ষে এই সংস্করণে তৃতীয় দ্রুততম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডটি গ্লেন ফিলিপসের দখলে। ২০২০ সালে এই শতক হাঁকিয়েছিলেন তিনি। অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও বটে। নিউজিল্যান্ডের এই ওপেনার ভাঙেন প্রাক্তন কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ডও। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন ম্যাককালাম।
অ্যালেনের এমন ঝড়ো ইনিংসে ভর করে তৃতীয় টি-টোয়েন্টিতে ডানেডিনে পাকিস্তানকে ২২৫ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ১৭৯ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তান। ৪৫ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply