বাঘা(রাজশাহী)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও দলটির জেলা কমিটির আহবায়ক শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) নৌকা প্রতীকে চতুর্থবারে নির্বাচিত এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার নৌকার বিজয়ী প্রার্থীর আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়িতে এই শুভেচ্ছা জানান তিনি।
জানা যায়, এ আসনে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গলের প্রার্থী ছিলেন শামসুদ্দিন রিন্টু। প্রতীক থাকলেও প্রচার প্রচারনায় সরব ছিলেন না তিনি। শেষ-মেষ নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় আ’লীগ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
আসনটিতে প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করলেও আ’লীগ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কাছে পাত্তা পাননি অপর ৩ প্রার্থীও। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন দলীয় প্রতীকের ৪ প্রার্থী।
তারা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল), পেয়েছেন ২০২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর), পেয়েছেন ২৯০ ভোট,ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম) পেয়েছেন ৪৮২ ভোট ও জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) পেয়েছেন ৮৯৮ ভোট।
আসনটিতে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৬৭২। বৈধ ভোটের সংখ্যা ১,৭৭,৭৪৯। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষার জন্য তাদের ভোটের প্রয়োজন ছিল ২২,৭০৯ ভোটের বেশি। এ আসনে পুরুষ-মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫২৭ । পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৯৯৯।
বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার তরিকুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।