বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের প্রার্থী শাহরিয়ার আলম এমপি। এ নিয়ে তিনি চতুর্থবার সাংসদ নির্বাচিত হলেন। বাঘা-চারঘাট উপজেলা মিলে রাজশাহী-৬ আসনের ১১৮ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত শাহরিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১,৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট। রোববার রাত সাড়ে ৯ টায় এই ফলাফল ঘোষনা করা হয় ।
বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রিটানিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply