বাগমারা (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি এনামুল হকের দুটি নির্বাচনী অফিস ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা এবং রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ বাজারে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস গুড়িয়ে দেয়া হয়েছে। অফিসে ১৫০-২০০ জন লোক লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসে থাকা সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়া হয়। পরে অফিসের টেবিল, চেয়ার সহ পুরো অফিস ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অপরদিকে রাত ১০ টার দিকে নৌকার সমর্থকরা ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে নির্মিত কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস গুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে নির্বাচনী অফিসে অবস্থান করা কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকদের পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply