1. admin@doinikajkerkhabor.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন ‎ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা ‌দিয়েছে বিএনপি স্ত্রীর শাড়ি ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রিজভীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ৫ বছরে ৫ কোটি গাছ লাগাতে চান তারেক রহমান মানুষ এখন অনেক সচেতন, সামনে নির্বাচন এত সহজ হবে না: তারেক রহমান আড়ানী স্টেশন এলাকার রেলওয়ের সম্পত্তিতে থাকা দোকান উচ্ছেদ

বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দৈনিক আজকের খবর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনি‌ধি :
রাজশাহীর বাঘায় নানা আ‌য়োজ‌নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযা‌পিত হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার(১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসন ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন।


এ‌দিন বাঘা উপজেলা চত্তরে অব‌স্থিত বাঘা কে‌ন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ক‌রে শহীদদের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানান,বাঘা উপজেলা চেয়ারম্যান অ‌্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী  কর্মকর্তা( ইউএনও) ত‌রিকুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার হো‌সেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা বীর মুক্তিযোদ্ধা কমিটি, সহকারী কমিশনার(ভূমি) জু‌য়েল আহ‌ম্মেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আশাদুজ্জামান আসাদ, বাঘা থানা অ‌ফিসার ইনচার্জ(ওসি) আ‌মিনুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগ বাঘা উপজেলা শাখা ও বাঘা দলিল লেখক সমিতির  সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃকুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মামুন হো‌সেন, জাতীয়  পার্টির উপ‌জেলা ও পৌর শাখার  সভাপ‌তি যথাক্রমে  ম‌হিদুল ইসলাম ও সা‌দেক আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত, বাঘা প্রেস ক্লাব, বাঘা ম‌ডেল প্রেস ক্লাব,বি‌ভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন, সকল রাজনৈতিক দল,স্থানীয় সামাজিক সংগঠন প্রমূখ।
এর পরে বাঘা থানা পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম প্রদর্শন করে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ।

এরপর সকাল সাড়ে ৮টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। সকাল ৯টায়, পুলিশ আনসার -ভিডিপি ও রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, আয়োজিত অনুষ্ঠানের সভাপতি,উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম,অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহন করেন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নের সভাপ‌তি ইউএনও ত‌রিকুল ইসলাম সৃ‌তিচারন ক‌রে ব‌লেন, বাংলার সুর্য সন্তান‌দের আত্নত‌্যা‌গে এক সাগর রক্তের বিনিময়ে এস‌ছি‌লো বাংলার স্বাধীনতা। মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর। একাত্তরের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন।
আজ আমরা পেয়েছি ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের  রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৫২ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। বাঘা উপজেলা প্রশাসন কৃতজ্ঞচি‌ত্বে সশ্রদ্ধ বেদনায় স্মরণ করেছে দেশের সেই বীর সন্তানদের।

সব‌শে‌ষে বি‌ভিন্ন স্কয়া‌ডের পুরুস্কার বিতরন করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, শিশু সদন, বৃদ্ধাশ্রমসহ এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park