বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাব্বির হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী আত্তহত্যা করেছে। সে পানিকুড়া-মালিয়ানদহ গ্রামের আবদুল্লার ছেলে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।
জানা যায়, বুধবার দিবাগত রাতে তাববলীগে যাওয়া নিয়ে পিতার সঙ্গে মনোমালিন্য হয়। এরপর রাতের কোন এক সময় সে গলায় ফাঁস দিয়ে সে আত্তহত্যা করে। সাব্বিরের পিতা জানান, গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে ছেলে অকৃতকার্য হয়। তাই এবার ভালো করে পড়াশুনা করার প্রতি পরিবার থেকে নজর রাখা হয়। কিন্তু হঠাৎ বুধবার সন্ধায় স্থানীয়দের সঙ্গে তাবলিগ জামায়াতে যাওয়ার জন্য বলে। তাকে নিষেধ করায় হয়ত অভিমানে ছেলে আত্তহত্যা করতে পারে।
বাঘা থানার উপরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।