আন্তর্জাতিক ডেস্ক :
ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ।
শনিবার (২ ডিসেম্বর) আইআরজিসিও এক বিবৃতিতে জানায়, সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসি’র দুই সেনা নিহত হয়েছে। তারা হলেন- মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ।
শুক্রবার রাতে ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, শনিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি একটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হামলায় ইরানের দুই সদস্য নিহত হন। ওই দুই সেনা সিরিয়ায় ‘সামরিক উপদেষ্টা’ হিসেবে কাজ করছিলেন। এ ঘটনায় বেশ কিছু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।