বাঘা ( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা সরকার মুক্তা (১৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। সে উপজেলার মনিগ্রাম ইউপির হরিরামপুর গ্রামের আসিক সরকারের স্ত্রী ।
নিহত গৃহবধু খাদিজার স্বজনরা জানান, গত শনিবার থেকে খাদিজার হালকা জ্বর হয়। পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় চিকিৎসা চলছিলো। এর পর হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিক্ষা করে প্লাটিনেট কমে গেছে বলে জানা যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ (বুধবার) সকাল নয়টার সময় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সোমবার (১৬ অক্টোবর ) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় উপজেলার তুলশিপুর গ্রামের এক কলেজ শিক্ষিকার মৃত্যূ হয়।