বাঘা( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১২১ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রউফ ঝুন্টু(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আলাইপুর এলাকা থেকে র্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। আভিযানিক সময়ে ১২১ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রউফ ঝুন্টুকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে র্যাব বাদি হয়ে বাঘা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুর রউফ ঝন্টু নামে একজনকে আটক করে
র্যাব-৫।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply