বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় পদ্মার চরে সাপের কামড়ে দেদার আলী খান (৫০) নামের এক প্রতিবন্ধী (শারীরিক) মৃত্যুবরণ করেছেন। সে উপজেলার চকরাজাপুর ইউপির কালিদাস কালি আম বাগান এলাকার মৃত: মোহাম্মদ আলী খানের ছেলে। বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) ১২.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দেদার আলীকে বুধবার (১১ অক্টোবর) স্বয়ং কক্ষে ঘুমন্ত অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে পারিবারিক গোরস্থানে
নিহতের লাশ দাফন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply