নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নগরীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল এ ভুমিকম্প ও উদ্ধার বিষয়ক মহড়া অনুুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর আয়োজনে গতকাল বুধবার এ ভুমিকম্প ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এবারের দুর্যোগ প্রশমন দিবস এর প্রতিপাদ্য বিষয় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোাগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দীন আল ওয়াদুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মোর্শেদ।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর, লিডার, ফায়ার ফাইটার ও কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দসহ অত্রস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।